ট্রাকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ, শক্তিগড়ে মৃত চার

আমাদের ভারত, বর্ধমান, ২০ অক্টোবর: লক্ষ্মী পুজোর দুপুরে ট্রাকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চার ব্যক্তির। মৃতেরা হলেন ভৈরব দাস, গণেশ পাল, বাকি দুজনের আসল নাম জানা যায়নি। এলাকায় তারা সোনা ও কার্তিক নামেই পরিচিত। চারজনেই বর্ধমান শহরের কালনা গেট এলাকার বাসিন্দা বলে জানাগেছে। এদিন ঘটনাটি ঘটেছে বর্ধমান কালনা রোডে শক্তিগড় থানার বালিয়াড়া মোড় এলাকায়। শক্তিগড় থানার পুলিশ ট্রাকটিকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার বালিয়াড়া মোড়ের দিক থেকে একটা টোটোয় চেপে তিন জন বর্ধমানের দিকে ফিরছিলেন। এদিকে বালি ভর্তি একটা ট্রাক বর্ধমানের দিক থেকে কালনার দিকে যাচ্ছিল। টোটোটা নিজের রুটে না গিয়ে ডানদিক ধরে ভুল রুটে যাচ্ছিল বলে দাবি স্থানীয়দের। বালিয়াড়া মোড়ের কাছে টোটো ও ট্রাক সামনাসামনি হয়ে যাওয়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে ধাক্কা মারে। প্রচন্ড ধাক্কায় টোটোটি দুমড়ে মুচড়ে যায়। টোটোর চালক সহ বাকি তিনজন রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। বাকি দু’জনেও সেখানে মারা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় শক্তিগড় থানার পুলিশ। পুলিশ দেহ গুলি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ট্রাকটিকে পুলিশ আটক করেছে।

স্থানীয় বাসিন্দা বাসুদেব দত্ত বলেন, টোটোটা ভুল রুট ধরে চলাতেই দুর্ঘটনা ঘটেছে। টোটো চালক সমানে উলটো রুট ধরে চলার চেষ্টা করছিল। ট্রাকটা নিজের রুটে কালনার দিকে যাচ্ছিল। অন্যদিকে ট্রাকটিও বালি ভর্তি থাকায় বেশ জোরেই যাচ্ছিল। এরপরেই মুখোমুখি ধাক্কা লাগলে চারজনের মৃত্যু হয়।

বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নিশীথ মালিক বলেন, টোটোর সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। প্রত্যেকেরই বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর।আমাদের কর্মীরা উদ্ধার কার্যে হাত লাগায়। মৃতের সকলেরই বাড়ি কালনা গেট এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *