চাকদহে গুলিবিদ্ধ তৃণমূল ছাত্র পরিষদের টাউন সভাপতি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২২ মে: গুলিবিদ্ধ হলেন তৃণমূলের ছাত্র নেতা শুভম দাস। চাকদা শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনি। তাঁর ডান হাতের উপরের দিকে গুলি লেগেছে। আহত ছাত্রনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, রবিবার রাতে চাকদহ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মাস্টারপাড়া এলাকায় পরিচিত এক যুবকের সাথে বাক বিতন্ডার সময় গুলি চালায় বলে অভিযোগ। তাঁর ডান হাতের উপরের দিকে গুলি লাগে। এমনকি বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। গুলিবিদ্ধ ছাত্র নেতাকে প্রথমে চারদশ স্টেডিয়াম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে থেকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় করা হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here