বেলদা- হাওড়া লোকাল ট্রেন চালুর দাবি, লাইনে শুয়ে রেল অবরোধ ব্যবসায়ীদের

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি:
বেলদা, খাকুড়দা, কেশিয়াড়ি সহ পার্শ্ববর্তী অঞ্চলের ব্যবসায়ী সংগঠনের যৌথ উদ্যোগে বেলদা- হাওড়া লোকাল ট্রেন চালুর দাবিতে সোমবার দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর- বালেশ্বর শাখার বেলদা স্টেশনে বিক্ষোভ অবস্থান করল ব্যবসায়ী সংগঠন।

তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বেলদা- হাওড়া লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রয়োজনীয় দ্রব্য নিয়ে আসার ক্ষেত্রে বিকল্প যানবাহনে অধিক ভাড়া দিয়ে নিয়ে আসতে হচ্ছে। সেইসঙ্গে ঝুঁকি নিয়ে অসুস্থ ব্যক্তিদের কলিকাতায় উন্নত চিকিৎসা পরিষেবার জন্য নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে। বেলদা হাওড়ায় লোকাল ট্রেন চালু না হলে এইভাবে সমস্যায় পড়তে হচ্ছে সর্বস্তরের মানুষদের। তাই অবিলম্বে বেলদা- হাওড়া লোকাল ট্রেন পরিষেবা চালুর দাবিতে সোমবার সকালে বেলদা বাজারে একটি মিছিল করেন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। পরে বেলদা স্টেশনে ট্রেন লাইনে নেমে এবং স্টেশন ম্যানেজারকে ঘিরে তারা বিক্ষোভ দেখান। ব্যবসায়ী সংগঠনের কয়েকজন সদস্য রেললাইনে শুয়ে অবরোধকে সমর্থন করেন। অবিলম্বে বেলদা- হাওড়া লোকাল ট্রেন চালু না হলে বড়োসড়ো আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের সদস্যরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here