আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র হিলি স্থলবন্দরে ডবল ওয়ে করার দাবি ব্যবসায়ীদের, জেলাশাসকের দ্বারস্থ এক্সপোর্ট এ্যসোসিয়েশন

আমাদের ভারত, বালুরঘাট, ৩ ডিসেম্বর: হিলি স্থল বন্দরে দ্বিমুখী রাস্তা করার দাবি জানিয়ে জেলা শাসকের দ্বারস্থ ব্যবসায়ীরা। প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে দাবিপত্র পেশ এক্সপোর্টারদের। মঙ্গলবার দুপুরে হিলি এক্সপোর্ট এন্ড ক্লিয়ারিং এজেন্ট এ্যসোসিয়েশনের তরফে এই মর্মে একটি দাবিপত্র জেলা শাসক নিখিল নির্মলের কাছে পেশ করা হয়। সংগঠনের দাবি স্থলবন্দর ওয়ান ওয়ে থাকার ফলে নিত্যদিন চরম যানজটের কবলে পড়ছেন হিলির মানুষ। শুধু তাই নয়, এর জেরে ব্যবসার গতিও কমছে এই বন্দর দিয়ে। সেই গতি বৃদ্ধি করতে অতি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে স্থলবন্দরের দ্বিমুখী রাস্তা। যা চালু হলে ব্যবসায়ীরা অনেকটাই উপকৃত হবেন বলেও জানিয়েছেন তারা। এর জেরে বৃদ্ধি পাবে সরকারের রাজস্বও। একই সাথে হিলি স্থল বন্দর এলাকায় প্রতিনিয়ত ধুলোবালির প্রকোপ কমাতে জেলা পরিষদ থেকে গাড়ির মাধ্যমে সীমান্ত এলাকায় যাতে জল দেবার ব্যবস্থা করা হয় সেই বিষয়েও জেলা শাসককে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সনজিৎ মজুমদার, উদয় বর্মনরা জানিয়েছেন, রাজ্যের প্রায় প্রতিটি স্থল বন্দর দ্বিমুখী সুবিধা যুক্ত। কিন্তু এখানে ওয়ান ওয়ে হবার ফলে ব্যবসায় ক্ষতি হচ্ছে। পাশাপাশি যানজট ও ধুলো বালির প্রকোপ কমাতে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।

দক্ষিণ দিনাজপুর জেলায় ভারত – বাংলাদেশের আন্তর্জাতিক বর্হিবাণিজ্যের একমাত্র মাধ্যম হিলি স্থল বন্দর। প্রতিদিন এই বন্দর দিয়েই শয়ে শয়ে মালবোঝাই লরি যাতায়াত করে। কিন্তু ওয়ান ওয়ে ল্যান্ড পোর্ট হবার কারণে যানজটের সৃষ্টি হয় প্রতিনিয়ত। আর যার কারণে ব্যবসাতেও ঘাটতি লক্ষ্য করা যায়। সেই দিক বিবেচনা করেই এদিন এক্সপোর্ট এন্ড ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের তরফে জেলা শাসকের কাছে নিজেদের অসুবিধার কথা তুলে ধরা হয়। অতি দ্রুত যাতে হিলি স্থল বন্দর ডবল ওয়ে করা হয় সেই বিষয়ে জেলা শাসকের হস্তক্ষেপ দাবি করেছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here