সম্মুখ সমরে চিনাদের শিক্ষা দিতে এবার বিদ্যুৎবাহী সনাতনী হাতিয়ার ত্রিশূল থাকবে ভারতীয় সেনার হাতে

আমাদের ভারত, ১৯ অক্টোবর: কাঁটা লাগানো লোহার রড নিয়ে অতর্কিতে চিনা সেনা হামলা চালিয়েছিল গালওয়ানে। তারপর থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা আজও রয়ে গেছে। ১৩ দফা বৈঠক হয়েছে কিন্তু এখনও সমাধানসূত্র মেলেনি। এবার চিনা সেনা অথবা যেকোনো শত্রুর মুখোমুখি মোকাবিলায় ত্রিশূল তথা বজ্রের মতো দেশের ঐতিহ্যবাহী সনাতনি হাতিয়ার সেনা জওয়ানদের হাতে তুলে দেওয়া হতে পারে।

মুখোমুখি সংঘর্ষে মোকাবিলার জন্য ত্রিশূল ও বজ্রের মতো সনাতনী হাতিয়ার তৈরি করছে উত্তরপ্রদেশের আপাস্ট্রন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা। ওই সংস্থার তরফে জানানো হয়েছে এই ধরণের সনাতনী হাতিয়ার তৈরির বরাত তারা সেনার কাছে পেয়েছে।

সংস্থার কর্তা মোহিত কুমার জানান, “আমাদের জাওয়ানদের বিরুদ্ধে লাঠি রড ব্যবহার করেছিল চিনারা। আমরাও তাদের প্রতিপক্ষ হিসেবে উপযুক্ত জবাব দিতে সনাতনী হাতিয়ার তৈরি করেছি। সম্মুখ সমরেই এই ত্রিশূল শুধু কার্যকরী নয়,শত্রু পক্ষের গাড়ি রুখে দিতে সমর্থ এই হাতিয়ার।” এছাড়াও রয়েছে সুপার পাঞ্চ। স্পাইক থাকা এই হাতিয়ার মুষ্টিযুদ্ধে সহায়তা করবে সেনাকে। একইসঙ্গে এটা দিয়ে বুলেটপ্রুফ গাড়ির চাকায় পাম করা যাবে বলে দাবি সংস্থার। তবে এই হাতিয়ারগুলি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট করেননি তারা। সাধারণ মানুষের নাগালে এগুলো পৌঁছাবে না বলেও জানা গেছে। সরকার ও সেনা তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *