লকডাউন ভঙকারীদের ধরতে রাস্তায় নামলেন ট্রাফিক বিভাগের ডিসি রূপেশ কুমার

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৪ মার্চ: লকডাউন ভঙকারীদের গ্রেফতার করতে রাস্তায় নামলেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি রূপেশ কুমার। মঙ্গলবার সকালে ধর্মতলায় আসেন আইপিএস অফিসার রূপেশ কুমার। তিনি বাহিনী নিয়ে নিজে ধর্মতলার রাস্তায় নজরদারি চালান। রাস্তায় বেরহওয়া আটকাতে সাধারন মানুষের কাছে আবেদন করেন রূপেশ কুমার। আইনভঙ্ক করলে শাস্তি অনিবার্য বলে হাঁশিয়ারিও দিলেন তিনি। কেবল হাসপাতালে যাবার জন্য ছাড় দেওয়া হয়েছে বলে সাধারন মানুষকে বলেন।

লকডাউনের সময় রাস্তায় জমায়েত রুখতে সকালে মাঠে নামেন কলকাতা পুলিশের আরেক সিনিয়ার আইপিএস ডিপি সিং। তিনিও ধর্মতলা চত্বরে মানুষের জমায়েত আটকাতে রাস্তায় নামেন। গোটা ধর্মতলা চত্বর ঘুরে দেখেন লালবাজারের এই সিনিয়ার পুলিশ কর্তা। রাজ্য সরকার চাইছে কঠোর মনোভাব নিক কলকাতা পুলিশ।

আজ গড়িয়াহাট, বড়বাজার, ক্যানিংস্ট্রিট সব জায়গাতেই সকালে জমায়েত আটকাতে হানা দেয় কলকাতা পুলিশ। হাওড়া ব্রিজের উপর থেকে গাড়ির উপর কড়া নজরদারি শুরু করে কলকাতা পুলিশ। কতগাড়ি কলকাতায় আসছে তা নোটডাউন করে পুলিশ। এমনকি গাড়ির নম্বরও লিখে রাখে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *