কলকাতায় ভবঘুরেদের খাবার দিলেন ট্রাফিক গার্ডের ওসি

নীল বনিক, আমাদের ভারত, ২৬ মার্চ: গতদুদিন মারমুখি পুলিশের রূপ দেখেছে কলকাতাবাসী তথা রাজ্যের মানুষ। বৃহস্পতিবার কলকাতার গড়িয়াহাট বাজারে পুলিশের মানবিক রূপ দেখলেন শহরের কয়েজন বাসিন্দা।

গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে পুলিশকে পরিষ্কার হুঁশিয়ারি দেন। তিনি বুঝে-শুনে চলার পরামর্শ দেন। পরিস্থিতি সামলানোর বদলে বাড়াবাড়ি করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পর আজ পুলিশকে অন্যরূপে দেখা গেল। বিভিন্ন জায়গায় প্রথমে লাঠি চালানোর পরিবর্তে অইন ভঙ্গকারিদের বোঝাতে দেখা গেছে পুলিশ কর্মীদের।

তবে, গড়িয়াহাট মোড়ে দেখা গেল পুলিশের মানবিক মুখ।সকাল ১১ টা। অনান্যদিনের মতো গড়িয়াহাট মোড়ে সাউথইষ্ট গার্ডের ট্রাফিক ওসি সমীর কুমার পাঁজা ডিউটি করছিলেন। সেইসময় তিনি কিছু ভবঘুরকে দেখতে পান গড়িয়াহাট ব্রিজের নিচে শুয়ে আছে। তখনই তিনি বুঝতে পারেন লকডাউনের ফলে গড়িঢাহাটের এই ভবঘুরেদের হয়তো বা দু-তিন দিন ধরে খাওয়া হয়নি। ওসি সমীর কুমার পাঁজা নিজেই সহকর্মীদের নিয়ে ছোটেন খাবার সংগ্রহ করতে। পাউরুটি, কলা, জল নিজের পয়সায় কিনে আনেন। গড়িহাট মোড় সহ বেশ কয়েকটি জায়গায় ভবঘুরেদের নিজের হাতে খাবার দিয়ে আসেন সহকর্মীদের নিয়ে।

কয়েকিদন ধরে লক্ষ করা গিয়েছে সোস্যাল মিডিয়ায় পাঞ্জাব পুলিশ ও আমেদাবাদ পুলিশের মানবিক রূপ। লকডাউনে রাজ্যের ভবঘুরেদের জন্য খাবার সংগ্রহ করছেন পাঞ্জাব ও আমেদাবাদ পুলিশের পুলিশ কর্মীরা। বৃহস্পতিবার কলকাতায়ও সেই চিত্র ধরা পরল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here