দশমী রাতে মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা, বেলডাঙায় নৌকা ডুবে মৃত ৫

বিশ্বরূপ অধিকারী, বহরমপুর, ২৬ অক্টোবর: মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় ঠাকুর বিসর্জন করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। দশমী বিদায় লগ্নে বেলডাঙ্গার ধুপরি ঘাটে ঠাকুর বিসর্জন করতে গিয়ে নৌকা ডুবে জলে তলিয়ে গেলো পাঁচ জন। সোমবার রাতেই যদিও তাদের মধ্যে প্রথমে চার জনকে পাওয়া গেছে তবে মৃত অবস্থায়। পরে আরও একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতদের নাম, সুখেন্দু দে (২১), পিনকন পাল ( ২৩), অরিন্দম ব্যানার্জি (২০) , সোমনাথ ব্যানার্জি(২২), নিপন হাজরা(৩৭)। মৃতরা একই পরিবারের বাসিন্দা।

স্হানীয়রা জানিয়েছেন, প্রতিবছর মতো এবছর ডুবনী বিলে বেলডাঙা শহরের হাজরা বাড়ির দুর্গাপুজোর বিসর্জন করা হচ্ছিল নৌকা করে। নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে বিসর্জন পর্ব চলাকালীন হঠাৎ নৌকা উল্টে যায়। তখনই নিখোঁজ হয়ে যায় ৫জন। যদিও পরে চারজনের দেহ উদ্ধার করে বেলডাঙা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে রাতেই আরও একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সকলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ পাঠায় পুলিশ। দশমী দিনে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *