জেলার বাসিন্দাদের জন্য ট্রেন পরিষেবা শুরু হচ্ছে ২ ডিসেম্বর থেকে

রাজেন রায়, কলকাতা, ২৮ নভেম্বর: লোকাল ট্রেন চালু হওয়ার পর এবার জেলাগুলিতেও ট্রেন পরিষেবা চালু করার দাবি জানিয়েছিলেন প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। সেই দাবি মেনে নিল রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে আগামী ২ ডিসেম্বর থেকে জেলায় রেল পরিষেবা চালু করা হতে পারে। রাজ্য-রেলের আধিকারিকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, পরিবহণ সচিব, রেল পুলিশের ডিজি, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সিওএম, ডিআরএম-সহ একাধিক আধিকারিকের উপস্থিতিতে ঠিক হয়, আগামী ২ ডিসেম্বর থেকে দূরের জেলাগুলোর মধ্যে যোগাযোগকারী ট্রেনগুলি চালু হবে। পূর্ব রেলের চিফ অপারেশন ম্যানেজার এস কে বল বলেন, ‘বর্ধমান-সাহেবগঞ্জ, কাটোয়া-আজিমগঞ্জ, আসানসোল-বর্ধমান, আসানসোল-জসিডি, আন্ডাল-সাঁইথিয়া, মালদহ-সাহেবগঞ্জ সহ প্রতিটি নন সুবার্বন শাখায় ট্রেন চলবে। প্রাথমিকভাবে ২৭ জোড়া ট্রেন চলবে। পরে তা বাড়ানো হবে।

পূর্ব রেল ২ তারিখ থেকে ট্রেন চালালেও দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, ওইদিন থেকে তারা ট্রেন চালাতে পারবে না। ওই রেলের সিপিটিএম আশীষ ভাটিয়া জানিয়েছেন, খড়গপুর-আদ্রা, খড়গপুর-টাটা, খড়গপুর-দিঘা, খড়গপুর-বেলদা নন সুবার্বন শাখায় ট্রেন চলবে। প্রথমে সাত জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২ ডিসেম্বর থেকে সবক্ষেত্রে একসঙ্গে চালু হওয়া সম্ভব নয়। রেক লিংক তৈরি, রেলবোর্ডের অনুমতি নিতে একটু সময় লাগবে। সেক্ষেত্রে নির্ধারিত দিন পরে জানানো হবে।’

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here