
পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৩১ জানুয়ারি: আইনি সহায়কদের দক্ষতা বৃদ্ধির লক্ষে, মানুষের কাছে আইনি পরিষেবা পোঁছে দিতে এবং বর্তমান পরিস্থিতিতে মানসিক অবসাদের কারণে উদ্ভুত সমস্যাগুলি চিহ্নিত ও সমাধানের জন্য পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জেলা আদালতের এদিআর সেন্টারে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ৩০ ও ৩১ জানুয়ারি অনুষ্ঠিত এই শিবিরটির উদ্বোধন করেন জেলা ও দায়রা বিচারক অমিত চক্রবর্তী। তিনি বলেন, জনস্বার্থে বিকল্প পদ্ধতিতে স্বল্প সময়ে বিনা খরচে সমাধান পাইয়ে দিতে সকলকে উৎসাহিত করতে হবে। এর ফলে যেমন কোর্টে মামলার বোঝা কমবে, অপর দিকে মানুষ ন্যায্য ও নিরপেক্ষ সমাধান পাবে।
প্রশিক্ষণ শিবিরে পশ্চিম মেদিনীপুর জেলা মানসিক স্বাস্থ্য কর্মসূচির মনোবিদ ডাঃ প্রসেনজিৎ বসাক বিভিন্ন ধরনের ঘটনার প্রেক্ষিতে কাউন্সেলিং ও পরামর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রথম দিনের দ্বিতীয়ার্ধে সম্পত্তি বিষয়ক সমস্যার আইনি ও বিকল্প সমাধানের সম্পর্কে আলোচনা করেন কর্তৃপক্ষের সচিব দিব্যেন্দু নাথ। সভার দ্বিতীয় দিন ফৌজদারি মামলা, শিশু সুরক্ষা ও কর্তৃপক্ষের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ গ্রহণ করেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সঞ্জয় দাস, জেলা শিশু সুরক্ষা আধিকারিক সন্দীপ দাস প্রমুখ। ৪২ জন অংশ গ্রহণকারীর উপস্থিতিতে শিবিরটি পরিচালনা করেন আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা।