বয়স্কদের শারীরিক, মানসিক যত্ন ও সামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ খড়্গপুরে

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ মার্চ: ষাট বছরের বেশি বয়সের মানুষদের জন্য প্রয়োজনীয় সঠিক শারীরিক, মানসিক যত্ন ও সামাজিক সুরক্ষা বিষয়ে পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু হল খড়্গপুরে। ক্যালকাটা মেট্রোপলিটন ইন্সটিটিউট অফ জেরোনটোলজির সঙ্গে যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ভারত সরকারের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস ও এমপাওয়ারমেন্টের অন্তর্ভুক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোস্যাল ডিফেন্স৷

বর্তমান সময়ে সামাজিক বিভিন্ন বৈষম্য বৃদ্ধি পাচ্ছে৷ সেই সঙ্গে বিভিন্ন স্তরে তৈরি হচ্ছে দূরত্ব। কর্মক্ষেত্রে বদল বা শিক্ষাগত কারণে অনেক সময়ে বাড়ির বয়স্ক সদস্যদের সঙ্গে পরিবারের অন্যদের দূরত্বও তৈরি হচ্ছে৷ সেই পরিস্থিতিতে মানসিক ও সামাজিক ভাবে একাকিত্বে ভুগছেন বয়স্করা৷ ষাট বছরের বেশি বয়সের মানুষদের শারীরিক, মানসিক যত্ন ও সামাজিক সুরক্ষা বিষয়ে সাধারণ মানুষ বিশেষত তরুণ তরুণীদের অবহিত করে তোলার জন্য সোমবার থেকে ৫ দিনের জেরিয়ারটিক কেয়ার বিষয়ক প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়েছে৷

খড়গপুরের অস্তিত্ব সোসাইটির অতিথি ব্যাঙ্কোয়েট হলে আগামী ২৪ মার্চ পর্যন্ত এই কর্মসূচি চলবে। সোমবারে সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইন্সটিটিউট অফ জেরোনটোলজির ডিরেক্টর ডঃ ইন্দ্রাণী চক্রবর্তী, খড়্গপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শুভায়ন হক, প্রসেনজিৎ বর্মন, জেরেন্টোলজিস্ট সুপ্রিয়া চক্রবর্তী প্রমুখ৷ ছিলেন কর্মসূচির প্রশিক্ষকরাও।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here