দেশদ্রোহী! উত্তর-পূর্ব ভারতকে বিদেশ ভাবে কংগ্রেস, প্রতিবেশী দেশের কাছে বিক্রি করে দিতে চায়, রাহুল ও তাঁর দলকে তোপ হিমন্তের

আমাদের ভারত, ১৭ সেপ্টেম্বর: এবার দেশের শতাব্দী প্রাচীন দল কংগ্রেসকে দেশদ্রোহীর তকমা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর দাবি, কংগ্রেস ভারতের উত্তর পূর্ব অংশটিকে কোনো প্রতিবেশী দেশের কাছে বিক্রি করে দিতে যায়।

হিমন্ত বিশ্বশর্মার অভিযোগ, দেশের অন্যতম পুরোনো ও বিরোধী এই দলটির তাদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছে, যে ভিডিওতে ভারতের যে মানচিত্র দেখানো হয়েছে সেখানে উত্তর-পূর্ব ভারত ছিল না। হিমন্ত এখানেই কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেছেন, উত্তর-পূর্ব ভারতকে বিদেশ মনে করে কংগ্রেস।

মোদীকে ব্যঙ্গ করে তৈরি ওই ভিডিওটির একটি স্ক্রিনশট শেয়ার করে হিমন্ত লিখেছেন, “মনে হচ্ছে কংগ্রেস দলটা দেশের উত্তর-পূর্ব অংশটাকে কোনও প্রতিবেশী দেশকে বেচে দিতে চাইছে। এই কারণেই কি রাহুল বিদেশে যাচ্ছেন? নাকি সার্জিল ইমামকে সদস্যপদ দিয়েছে কংগ্রেস।

প্রসঙ্গত সার্জিল ইমাম জেএন ইউর প্রাক্তন পড়ুয়া, যিনি উত্তরপূর্ব ভারতকে দেশ থেকে বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছিলেন। তার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে তোপ দেগেছেন হিমন্ত।

হিমন্ত বলেন, দেশের মানুষ যেনো কংগ্রেসের এই ধরনের কাজকর্মকে স্মরণে রাখেন। আগামী বছরেই লোকসভা নির্বাচন। আশাকরি মানুষ যেনো কংগ্রেসকে যোগ্য জবাব দেয়।
https://x.com/himantabiswa/status/1703064725121315155?s=20

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here