
আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৮ ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় সেজন্য পরিবহন দপ্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসন ও বন দপ্তর তৎপর ছিল।
পরিবহন দপ্তর আগেই ঘোষণা করে, পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাস বা গাড়ির কোনো সমস্যা হবে না। এদিকে যানজটের কারণে, রাস্তায় দেরি হতে পারে বলে প্রতিটি রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বনদপ্তরের পক্ষ থেকেও জঙ্গলমহলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাতির কারণে যাতে জঙ্গলমহলের পরীক্ষার্থীদের কোনও সমস্যা না হয়, সেজন্য হাতি উপদ্রুত প্রতিটি রাস্তায় বনদপ্তরের বিশেষ টিম উপস্থিত ছিল। পিড়াকাটা বনাঞ্চলের আধিকারিক পাপন মোহান্ত জানিয়েছেন, “ছোট ছোট টিম করে এবং গাড়ি দিয়ে প্রতিটি জঙ্গল রাস্তায় কর্মীদের সকাল থেকে প্রস্তুত রাখা হয়েছে।”
তৃণমূল ছাত্র পরিষদের সদর ব্লকের পক্ষ থেকেও মেদিনীপুর, চাঁদড়া, নয়াগ্রাম প্রভৃতি স্থানে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা শিবির করা হয়েছে। শিবিরে পরীক্ষার্থীদের সব রকম সহযোগিতা এবং অভিভাবকদের বসার ব্যবস্থা করেছে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।