ট্রেন ঢোকার মুখে ছোঁড়া পাথরে গুরতর জখম যাত্রী, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৭ জানুয়ারি:
ডাউন বারুইপুর লোকালে চেপে বাড়ি ফেরার পথে লাইন থেকে ছোঁড়া পাথরে মাথা ফাটলো যাত্রীর। অভিযোগ, মল্লিকপুর স্টেশন থেকে ট্রেন ছাড়তেই এলোপাথাড়ি পাথর ছোঁড়া হয়। ঘটনায় আর এক যাত্রী আহত হয়েছে বলে খবর। রক্তাক্ত অবস্থায় আহত যাত্রী সঞ্জয় সরদারকে ট্রেন থেকে নামিয়ে বারুইপুর জিআরপি ও তাঁর সহকর্মীরা উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতাল সুত্রে খবর, সঞ্জয় বাবুর মাথায় ৬ টি সেলাই পড়েছে। এদিকে এই ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়েই বড় প্রশ্ন উঠেছে। সঞ্জয় বাবুর বাড়ি বারুইপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের গিরিন্দ্র কানন এলাকায়। তিনি পেশায় চালের দোকানদার ও জমির কারবারও করেন। এর জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আহত সঞ্জয় সরদার জানান, সোনারপুরে জমি সংক্রান্ত কাজে আলোচনায় গিয়েছিলাম। সোনারপুর থেকে ডাউন বারুইপুর লোকালে ঠিক চালকের পিছনের কামরায় উঠি। কামরায় গেটে আরও দুই তিন জন ছিল। আমি আমার বন্ধু বিশ্বজিত গেটে দাঁড়িয়ে ছিলাম ভেতরে। মল্লিকপুর ষ্টেশন ছাড়ার মুখেই ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে এলোপাথারি পাথর ছোঁড়া হয়। কি কারণে এই ঘটনা জানি না। বার বার মল্লিকপুরে এই ঘটনা হচ্ছে। আমাদের নিরাপত্তা কোথায়?

একই সাথে বন্ধু বিশ্বজিত নস্কর বলেন, আমরা গেটেই দাঁড়িয়ে ছিলাম। সঞ্জয় বাবু পাশেই ছিলেন। মল্লিকপুর স্টেশন ছাড়ার মুখেই পাথর ছোঁড়া হয়। আর এক যাত্রী আহত হয়েছে বলে জেনেছি। পুলিশের নিরাপত্তা কোথায় ট্রেনে? আমরা সাধারণ মানুষ নিরাপত্তার অভাব বোধ করছি। পৌনে ৬ টায় ট্রেন বারুইপুরে ঢুকলে আমরা সঞ্জয় বাবুকে নিয়ে বারুইপুর হাসপাতালে আসি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here