পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের চত্বরে গাছের চারা পুঁতে বৃক্ষ বন্দনা ও বনমহোৎসব পালন

সাথী দাস, আমাদের ভারত পুরুলিয়া, ১৫ জুলাই: পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের চত্বরে গাছের চারা পুঁতে বৃক্ষ বন্দনা ও বনমহোৎসব পালন হল। বিশ্ববিদ্যালয় ও বন দফতরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার করের পৃষ্ঠপোষকতায় এদিন বিশ্ববিদ্যালয়ের একাধিক চত্বরে গাছের চারা লাগান রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক রাহুল মজুমদার, জেলা পুলিশ সুপার, এস সিলভামুরগণ সহ বিশিষ্টজনেরা। ছিলেন বনদফতরের পদস্থ আধিকারিক, জেলার বিভাগীয় বন আধিকারিকরা।

বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বৃক্ষরোপণের উপর জোর দেন। প্রতিটি মানুষের কাছে গাছ লাগানোর জন্য আরও উৎসাহিত করা হবে বলে বক্তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *