সাগর দত্ত মেডিক্যাল কলেজে রুশ করোনা ভ্যাকসিনের ট্রায়াল প্রশ্নের মুখে

রাজেন রায়, কলকাতা, ২৩ নভেম্বর: স্বাস্থ্য দফতরের প্রয়োজনীয় অনুমোদন না মেলায় নির্বাচিত হয়েও সাগর দত্ত মেডিক্যাল কলেজে করোনা প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল আপাতত বিশবাঁও জলে। চলতি নভেম্বরেই রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি-র পরীক্ষামূলক প্রয়োগ হওয়ার কথা ছিল এই হাসপাতালে। কিন্তু এখন তা নিয়েই দেখা দিয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। স্বাস্থ্যবিশেষজ্ঞদের একাংশের মতে, ডিসেম্বরে চূড়ান্ত পর্যায়ে ট্রায়াল’ হওয়ার কথা। চলতি মাসে সময় আর হাতে নেই। এখনও স্বাস্থ্যভবনের তরফে সবুজ সঙ্কেত না মিললে আর ট্রায়াল সম্ভব নয়।

প্রসঙ্গত, রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি-র দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য ভারতের ৬টি মেডিক্যাল কলেজকে বেছে নেওয়া হয়েছিল। এ দেশের ভ্যাকসিন তৈরির দায়িত্বে রয়েছে ডক্টর রেড্ডিস ল্যাব। নভেম্বরের একেবারে শুরুতেই তাঁদের বিশেষজ্ঞরা পরিকাঠামো খতিয়ে দেখে কলকাতার কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে ক্লিনিক্যাল ট্রায়ালে সম্মতি দেয়। তবে ডিজিসিআই, এথিক্স কমিটি এবং রাজ্য স্বাস্থ্যদপ্তরের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন ছিল। কিন্তু স্বাস্থ্যদপ্তরের তরফে এখনও ট্রায়াল নিয়ে কোনও ছাড়পত্র না আসায় অন্য হাসপাতালগুলিতে হলেও ট্রায়াল থেকে হয়তো বঞ্চিতই থাকতে হবে সাগর দত্ত মেডিক্যাল কলেজকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here