বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মদিবস উপলক্ষ্যে মেচেদার বিদ্যাসাগর হলে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ মে: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মদিবস উপলক্ষ্যে আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট ও বিদ্যাসাগর গ্রন্থাগার অনুরাগী সমিতির যৌথ উদ্যোগে মেচেদা বিদ্যাসাগর হলে এক শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সদস্য গনেন রায়। নজরুলের কবিতা পাঠ, আবৃত্তি, গান, প্রবন্ধ পাঠ, আলোচনা সভার মধ্য দিয়ে আজকের দিনটি স্মরণ করা হয়।

কবি নজরুল ইসলামের জীবন সংগ্রামের উপর আলোচনা করেন ট্রাস্ট সদস্য অধ্যাপিকা অনুরূপা দাস ও অন্যান্য অতিথিবর্গ। উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য ডাঃ বিশ্বনাথ পড়িয়া, দিলীপ মাইতি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যাসাগর গ্রন্থাগার অনুরাগী সমিতির যুগ্ম সম্পাদক ডাঃ কালি শংকর পাত্র।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here