
জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: কালো জিরা দিয়ে প্রতিকৃতি এঁকে ভারতের প্রথম রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন শিল্পী শিক্ষক নরসিংহ দাস।
টানা কুড়ি দিন দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার বিকেলে প্রয়াত হন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি “ভারতরত্ন” প্রণব মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুর খবরে গোটা দেশে শোকের ছায়া নেমে আসে। সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন ভাবে শোকজ্ঞাপন করতে শুরু করেন সমাজের বিভিন্ন অংশের মানুষ, রাজনৈতিক কর্মী ও প্রণববাবুর অনুরাগীরা।
প্রণব বাবুর মৃত্যু সংবাদ পাওয়ার পর নিজস্ব ঘরনায় কালো জিরা দিয়ে প্রতিকৃতি এঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন পশ্চিম মেদিনীপুর জেলার মহিষাগেড়্যা হাইমাদ্রাসার ভূগোলের শিক্ষক, মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা শিল্পী-শিক্ষক নরসিংহ দাস।