স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষের

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১২ জানুয়ারি: স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। রায়গঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে বিবেক চেতনা উৎসব ও জাতীয় যুব দিবস অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালন করা হল।

অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন করেন পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ পুরসভার অন্যান্য কাউন্সিলর ও পুর কর্মচারীরা। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী, শুভেন্দু মুখার্জি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বর্তমান যুবসমাজের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here