
আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: নন্দীগ্রামের ভেকুটিয়া ১ নম্বর অঞ্চলের শ্রীপুর গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে খড়ের গাদায় আগুন লাগানো হয়। অভিযোগ তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, নন্দীগ্রাম ভেকুটিয়া এলাকায় গতরাতে তৃণমূলের এনআরসি ও সিএএ বিরোধী একটি সভা ছিল। সেই সভা শেষ হওয়ার ঘন্টা খানেক পর বিজেপি সমর্থক শীতল মন্ডলের বাড়ির সামনের খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। এরপর বাড়িতেও আগুন লাগানোর চেষ্টা চালায় দুষ্কৃতীরা। কিন্তু শীতল মন্ডলের বাড়ির লোকেরা আগুন দেখে বেরিয়ে এলে দুষ্কৃতিরা পালিয়ে যায়।রাতেই নন্দীগ্রাম থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।