আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৮ ডিসেম্বর:
উত্তর ২৪ পরগনার ইছাপুর রেল স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে আর পি এফ কর্মীদের অত্যাচারের অভিযোগে ইছাপুর রেল স্টেশন ও রেল কোয়ার্টার এলাকায় স্থানীয়দের পাশে দাঁড়িয়ে মিছিল করলেন নোয়াপাড়ার তৃণমূল কর্মীরা।
অভিযোগ, সোমবার দুপুরে ইছাপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় কয়েকটি রেল কোয়ার্টারে আচমকা হানা দেয় আর পি এফ কর্মীরা, ৭/৮টি রেল কোয়ার্টারের বাসিন্দাদের বলা হয় কোয়ার্টারের ঘর ছেড়ে চলে যেতে। তবে স্থানীয় বাসিন্দারা আর পি এফ কর্মীদের বাঁধা দিলে তারা সেই সময় চলে যায়। এই ঘটনায় স্থানীয় তৃণমূল কর্মীরা রেল কোয়ার্টারের বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে আশ্বাস দেয় পুনর্বাসন ছাড়া কিছুতেই রেল কোয়ার্টারের বাসিন্দাদের তারা উচ্ছেদ করতে দেবেন না। ইছাপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় আর পি এফ এর অত্যাচারের অভিযোগ তুলে সোমবার সন্ধ্যায় মিছিল করে প্রতিবাদে সরব হন নোয়াপাড়া শহর তৃণমূল কংগ্রেস কর্মীরা।