সাংবাদিকদের সুরক্ষায় তৃণমূল নেত্রী এবং বিজেপি নেতা একজোট

আমাদের ভারত, ৩ এপ্রিল: গোটা বিশ্ব স্তব্ধ, করোনা সংক্রমণ আটকাতে ২১ দিন লকডাউন জারি করা হয়েছে। শুধুমাত্র জরুরী পরিষেবা চালু রয়েছে, আর এই জরুরী পরিষেবার মধ্যে রয়েছে সংবাদ মাধ্যম। আর পাঁচটি জরুরী পরিষেবার পাশাপাশি সংবাদ মাধ্যমও তাদের পরিষেবা নিষ্ঠার সঙ্গে জীবনকে বাজি রেখে দিয়ে চলেছে দিন রাত। এই পরিস্থিতিতেও তাদের রাস্তায় বেরিয়ে খবর সংগ্রহ করতে হয়, নানা জায়গায় যেতে হয় খবরের জন্য। এই অবস্থায় দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে সাংবাদিকদের সুরক্ষার জন্য এগিয়ে এলেন বিজেপি নেতা সুরজিৎ চৌধুরী ও তৃণমূল নেত্রী বৈশালী ডালমিয়া।

কয়েকদিন আগেই বালুরঘাটের বিজেপি সাংসদ জানিয়েছিলেন সাংবাদিকদের সুরক্ষার জন্য তাঁর সাংসদ তহবিল থেকে ৫ লক্ষ টাকা জেলা শাসককে দিয়েছেন। এবার এগিয়ে এলেন আর এক বিজেপি নেতা সুরজিৎ চৌধুরী। সুরজিৎবাবুর কথায়, নার্স, ডাক্তার, পুলিশ যেমন দিনরাত এক করে মানুষের সেবা করে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে, ঠিক সেইভাবে সাংবাদিকরাও রাস্তায় বেড়িয়ে জীবনের সঙ্গে লড়াই করে প্রতিমুহূর্তের খবর পৌঁছে দিচ্ছে। তাই তাদের সুরক্ষার কথা সবার ভাবা উচিত। এই ভাবনা নিয়ে আমি ও বৈশালী ডালমিয়া সাংবাদিকদের হাতে প্রয়োজনীয় কিট তুলে দিতে অঙ্গীকারবদ্ধ হয়েছি। সুরজিৎবাবু জানান, সংবাদ মাধ্যমও এই সমাজে সমান গুরুত্ব বহন করে চলেছে। তারা সবসময় সাংবাদিকদের পাশে রয়েছেন ও ভবিষ্যতেও থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *