স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৩ জুলাই:
মদ খাওয়ার টাকা না দেওয়ায় দুই যুবককে মারধর করার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় নাম জড়াল শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের। অভিযোগ, তাঁর অনুগামীরা এর সঙ্গে যুক্ত।
সূত্রের খবর, বুধবার রাতে শান্তিপুরের কারিগর পাড়া এলাকায় দুই যুবকের কাছে মদ খাওয়ার টাকা চায় শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম কারিগরের অনুগামীরা। টাকা দিতে অস্বীকার করলে তাদের ব্যাপক মারধর করে ওই দুষ্কৃতীরা। পরে স্থানীদের তৎপরতায় আহত দুই যুবককে কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাইস চেয়ারম্যানের ছেলে এবং তাঁর কিছু বন্ধুবান্ধব বহুদিন ধরেই এলাকা জুড়ে তোলা তুলছে। প্রতিবাদ করলেই মারধর করা হচ্ছে এমনকি প্রাণে মারারও হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয় মানুষের আরও অভিযোগ এলাকায় তোলা তুলে আগ্নেয়াস্ত্র কেনারও অভিযোগ রয়েছে ভাইস চেয়ারম্যানের অনুগামীদের বিরুদ্ধে।
এই ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও ঘটনায় তৃণমূল ও তাঁর অনুগামীদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম কারিগর।