
আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩ অক্টোবর: অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের গিলাপোলের একটি বাড়িতে প্রকাশ্যে বোমাবাজির ঘটনা ঘটল। এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় গিলাপোলের মৌয়ারা বিবির বাড়িতে বোমা মারে একদল দুষ্কৃতি, অভিযোগ তারা বিজেপির সমর্থক। মৌয়ারা বিবির পরিবারের অভিযোগ, তাদের বিজেপি করার জন্য বলা হয়েছিল। কিন্তু তারা বিজেপিতে যোগ দেননি। সেই কারণে তাদের বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমা মারে। পরপর কয়েকটি বোমা ছোড়ায় কেঁপে ওঠে এলাকা। ওই বাড়ির জানালা ভেঙ্গে যায়। এ ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
আতঙ্কের মধ্যে রয়েছে ওই পরিবার সহ গোটা এলাকা। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করেছে। ঘটনায় রাতেই ছ’জন বিজেপি সমর্থককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। যদিও বিজেপির অভিযোগ মুরগি চুরি নিয়ে গ্রাম্য বিবাদের জেরে ওই ঘটনা। এটাকে রাজনৈতিক মোড়কে এনে অন্যায়ভাবে বিজেপি সমর্থকদের আটক করেছে পুলিশ।