ডিএসও’র জেলা সম্মেলনের প্রচারে জলপাইগুড়িতে আক্রমণের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে, জখম ২

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ মার্চ: এসইউসিআই’য়ের ছাত্র সংগঠন ডিএসও’র জেলা সম্মেলনের প্রচারে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ উঠল জলপাইগুড়ি শহরের আনন্দ চন্দ্র কলেজে। ঘটনায় জখম ডিএসও’র এক ছাত্র ও ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়াল এলাকায়।

ডিএসও’র তরফে জানানো হয়, ১ এপ্রিল সমাজ পাড়ায় স্টুডেন্ট হেলথ হোমে ডিএসও’র জেলা সম্মেলন রয়েছে। শিক্ষা নীতির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জায়গায় ডিএসও’র ছাত্র ছাত্রীরা প্রচার চালাচ্ছে। এদিন আনন্দ চন্দ্র কলেজের গেটের সামনে তিনজন ডিএসও’র হয়ে প্রচার চালাচ্ছিলে সঙ্গে লিফলেট বিলি করা হচ্ছিল।
অভিযোগ, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের তরফে আক্রমণ করা হয়। ডিএসও শহর কমিটির সভাপতি কুণাল রায় ও ডিএসও’র শহর সম্পাদক সুনীতা মুর্মুকে বেধড়ক মারধর করা হয়েছে। মারধরের ভিডিয়ো স্যোশাল মিডিয়ার ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠে।

এ দিন কুণাল বলেন, “প্রচারে গিয়েছিলাম আনন্দ চন্দ কলেজে। তৃণমূলের গুন্ডা বাহিনী মারধর করে আমাদের উপর। জেলা পার্টি অফিসে এসেও আক্রমণ করে। থানায় অভিযোগ করে।” অন্যদিকে আনন্দ চন্দ্র কলেজের তৃণমূল ছাত্র ইউনিটের সভাপতি অনিকেত প্রসাদ বলেন, “কলেজে এসে ছাত্রদের হেনস্তা করছিল ডিএসও। এই কারণে এমনটা ঘটেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *