আমাদের ভারত, কোচবিহার, ১৬ জুলাই: দিনহাটা দু’নম্বর ব্লকের নাজিরহাট–২ যুব তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি তপন বর্মন এর গাড়ি ভাঙ্গচুর ও তাঁকে মারধর করা হল। এই ঘটনায় অভিযোগ উঠল দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষ এর বিরুদ্ধে।
জানাগেছে, আজ তপন বর্মন নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের নিয়ে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে আসেন। অভিযোগ, তাঁরা যখন মহকুমা শাসকের দপ্তর থেকে বেরিয়ে তাদের গাড়িতে উঠছিলেন সেই সময় দিনহাটা ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর জয়দীপ ঘোষ দুষ্কৃতীদের নিয়ে এসে তাদের গাড়িতে ভাঙ্গচুর চালায়। এমনকি সভাপতি তপন বর্মন’কে মারধর করা হয়।
যদি অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত তৃণমূলের বিদায়ী কাউন্সিলর জয়দীপ ঘোষ। তাঁর দাবি তিনি পৌরসভায় একটি মিটিংয়ে ব্যস্ত ছিলেন, তাঁকে বদনাম করার জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে।