“বিজেপির রক্তচক্ষুকে তৃণমূল কংগ্রেস ভয় করে না”, কেশপুরের খেতুয়াতে বিশাল জনসভায় বললেন তৃণমূলের জেলা মুখপাত্র দেবাশীষ চৌধুরী

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের খেতুয়াতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয়। ওই জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার মুখপাত্র দেবাশীষ চৌধুরী, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, তৃণমূল নেতা মহম্মদ রফিক, উত্তম ত্রিপাঠী, চিত্তরঞ্জন গড়াই, তৃণমূলের আইনজীবী সংগঠনের নেতা গৌতম মল্লিক সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে হাজার হাজার মানুষ শামিল হয়েছিলেন।

দেবাশীষ চৌধুরী বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, বাংলার কৃষকরা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় ভালো রয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার যে কৃষি আইন পাস করেছে তা কৃষক বিরোধী। ওই কৃষি আইন কৃষকদের সর্বনাশ করবে। তাই দিল্লির রাজপথে কৃষকরা আন্দোলনে সামিল হয়েছেন। অথচ কেন্দ্রের বিজেপি সরকার কৃষকদের আন্দোলন প্রশমিত করতে পারেনি। যেখানে কৃষকরা ঠান্ডার মধ্যে বসে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেখানে তাদের সাথে কথা বলার জন্য বিজেপি নেতাদের যাওয়ার ক্ষমতা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *