তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, গোঘাটে দলের কর্মীর হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি আরএক সদস্য

আমাদের ভারত, আরামবাগ, ১৬ সেপ্টেম্বর: শাসক দল হিসেবে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আবারও তৃণমূল কংগ্রেস। বছর দুয়েক আগে থেকেই বিজেপির হাওয়া তরতাজা হয়ে উঠেছিল। তখন এক এক করে অনেক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। তবে সেটা ছিল দেখার মত। কিন্তু গত বিধানসভা নির্বাচনের ফলাফলের পর আবার সেই নেতাদের পুনরায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দিতে দেখা যাচ্ছে। আর এর থেকেই শুরু হয়েছে একের পর এক চাপানউতোর, একের পর এক নিজেদের মধ্যে ক্ষোভ। আর অবশেষে গোষ্ঠী সংঘর্ষ। ফলে
আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে।

তৃণমূলেরই এক সদস্য মার খেলো আর এক তৃণমূল কর্মীর হাতে। ঘটনাটি গোঘাট থানার অন্তর্গত পশ্চিম পাড়া অঞ্চলের সুন্দরপুর এলাকায় ঘটে। আহত ব্যক্তির নাম নয়ন চট্টোপাধ্যায়। আহত নয়ন চট্টোপাধ্যায় বলেন, জব কার্ডে সাধারণ মানুষের টাকা অন্য পঞ্চায়েতে মিললেও নিজেদের পঞ্চায়েতে না মেলায় সেই বিষয় কথা বলতে গেলে কাশি নাথের সাথে বাচসা শুরু হয়। দুজনের বচসা হাতাহাতিতে পরিণত হয়। তৃণমূল কর্মী কাশীনাথ নন্দী সহ তার একাধিক সঙ্গী মিলে তাকে বেধড়ক মারধর করে। তিনি বলেন, এতদিন ধরে তৃণমূল কংগ্রেস দলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করে এসেছি, কিন্তু দু’দিন আগে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করে এই বিশৃঙখলার সৃষ্টি করছে। গুরুতরভাবে আহত তৃণমূল কর্মীকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত কাশীনাথ নন্দীর নামে গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *