পঞ্চায়েত ভোটের আগে গোপীবল্লভপুরে সিপিএম’কে বড়সড় ধাক্কা দিল তৃণমূল

আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ মার্চ: পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ধাক্কা খেল সিপিএম। গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে দলের প্রাক্তন বিধায়ক সুভাষ সরেনের ভাই পূর্ণচন্দ্র সরেন সিপিএম ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। বৃহস্পতিবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সারিয়া গ্রামে তৃণমূলের দলীয় কর্মসুচিতে পূর্ণচন্দ্র সরেন এবং তাঁর স্ত্রী সহ সারিয়া অঞ্চলের শতাধিক পরিবার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ।

উল্লেখ্য, নয়াগ্ৰাম বিধানসভা থেকে বেশ কয়েকবার বিধায়ক ছিলেন সুভাষ সরেন। সেই সময় থেকে পূর্ণচন্দ্র সরেন সিপিএম একজন একনিষ্ঠ কর্মী হিসাবে পরিচিত।যার নেতৃত্বে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সারিয়া চার নম্বর গ্রাম পঞ্চায়েতের দখলে থাকত সিপিএমের। এদিনের এই যোগদান কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে সারিয়া গ্রাম পঞ্চায়েতে একপ্রকার অপ্রতিদ্বন্দ্বী থাকবে তৃণমূল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here