তৃণমূল সরকার আর কিছুই দিতে পারবে না: ভারতী ঘোষ 

জে মাহাতো, মেদিনীপুর, ১৬ জানুয়ারি: রাস্তাঘাট তৈরিকরা, কৃষকদের সাহায্য করা, পড়ুয়াদের বিনা পয়সায় শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা সহ আর কোন পরিষেবা এই সরকার দিতে পারবে না বলে শনিবার চন্দ্রকোনার জনসভায় বললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষl তিনি বলেন, এই সরকার চালাচ্ছে পিসি ভাইপোl বিভিন্ন সভায় গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধোঁকাবাজি করছেন তাঁরা। স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বড় বড় বক্তৃতা করছেনl কিন্তু নার্সিংহোমগুলিতে স্বাস্থ্য সাথী কার্ড এর কথা বললে তারা চিকিৎসা দিতে রাজি হচ্ছেন নাl মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা এক নতুন ধোঁকাবাজিl

ভারতী ঘোষ বলেন, রাস্তাঘাট সব বড় বড় গর্তে ভরা, কোন সংস্কার হচ্ছে নাl চন্দ্রকোনা শহরে প্রচুর মন্দির রয়েছে সেগুলি সংস্কার বা সংরক্ষণের উদ্যোগ নেইl এখানে বড় বড় বিল্ডিং রয়েছে হাসপাতালেরl কিন্তু চিকিৎসক নেইl ক্ষীরপাইতেও একই অবস্থাl রোগী ভর্তি হলেও চিকিৎসক না থাকার কারণে তাদের ঘাটাল মহকুমা হাসপাতালে রেফার করা হয়l পড়ুয়াদের পড়াশোনার জন্য কলেজগুলিতে টাকা লাগেl অথচ মুখ্যমন্ত্রী বলে বেড়ান রাজ্যে ফ্রিতে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছেl নয় বছর ধরে এই সরকার শুধু কাটমানি খেয়েছেl এখানকার বিধায়ক ছায়া দোলুই মধ্যবিত্ত পরিবারের মানুষl এখন প্রাসাদ প্রমাণ বাড়িতে তিনি থাকেনl গরিব কৃষকদের জন্য কিষান মান্ডিতে আসা বীজ ধান সার ইত্যাদি বিক্রি করে এইসব তৈরি হয়েছেl

ভারতী ঘোষ বলেন, কেন্দ্র থেকে এ রাজ্যে বিজেপি নেতৃত্ব আসলে রাজ্যের মাননীয়া বলেন বহিরাগতl কিন্তু তিনি কে ডি সিংকে বাংলায় ডেকে এনে রাজ্যসভার সাংসদ করেন এবং অ্যালকেমিস্ট এর টাকা মেরে দেনl তার এই সব চোর সাংসদরা বহিরাগত হয় নাl  তৃণমূল দলটার এখন যা অবস্থা তাতে খোকাবাবু এবং বিনয় মিশ্ররা রাতে ঘুমাতে পারেন নাl তাদের সবসময় মনে হয় এই বুঝি সমস্ত নেতা দল ছেড়ে চলে গেলেনl এই বুঝি বিনয় মিশ্ররা গ্রেফতার হলেনl এ রাজ্যের শিক্ষার অবস্থা ভয়াবহl শিক্ষকদের অবস্থা অত্যন্ত হতাশাজনক l ৮০০০, ৫০০০ এমনকি তার নিচে মাইনা দিয়ে স্কুল কলেজগুলোতে পড়াশোনা করানো হচ্ছেl গায়ের জোরে পুলিশ দিয়ে রাজ্যে টিকে থাকার চেষ্টা করছে এই মাননীয়া মুখ্যমন্ত্রীl কিন্তু আমরা বলছি পুলিশ সরকারের দালালি বন্ধ করুনl না হলে টেবিলের তলায় লুকোতে হবেl গরিবের চাল চুরি করার পর এই মাননীয় সরকার এবার ভ্যাকসিন চুরি করবে বলে অভিযোগ করেন বিজেপি নেত্রী ভারতী ঘোষl

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here