আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ ডিসেম্বর: শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর শুভেন্দুকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল সভা করল কাঁথিতে। কাঁথির ডর্মিটরি মাঠে আজকের সভায় উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম ও সৌগত রায়। কলকাতা থেকে নেতারা এসে যোগ দিলেও সভাতে অধিকারী পরিবার ব্রাত্য থেকে গেছেন। এই সভার দায়িত্বে থাকা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সুপ্রকাশ গিরি জানিয়েছেন, জেলা সভাপতি শিশির অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তিনি অসুস্থ তাই আসতে পারেননি। বাকি তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ও কাঁথি পৌরসভার পৌরপিতা সৌমেন্দু অধিকারী কেন সভায় আমন্ত্রণ পাননি তার উত্তর পাওয়া যায়নি। তমলুকের সংসদ দিব্যেন্দু অধিকারি এবং কাঁথি পুরসভার পৌরপিতা সৌমেন্দু অধিকারী জানিয়েছেন, তারা আমন্ত্রণ পাননি তাই সভায় যাননি।
এই সভার আগে একটি সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। কাদের ক্যানেল পাড় থেকে এই পদযাত্রা ডরমিটরির সভা মাঠে এসে শেষ হয়। এই পদযাত্রা থেকে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে “মীরজাফর”, “নেমকহারাম”, “পদ চাই পদ”, “বাংলার মুখ্যমন্ত্রী” এই সব স্লোগান ধ্বনিত হয়। রাজনৈতিক মহলের ধারণা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পরে কাঁথিতে অধিকারী পরিবারের গড়ে আজ এই পদযাত্রা ও সভা করে কাঁথিতে অধিকারী পরিবারের আধিপত্য ও ক্ষমতা খর্ব করে দেখানোর চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। তাই ব্রাত্য রাখা হয়েছে অধিকারী পরিবারকে।