কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ জানাল তৃণমূল

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ নভেম্বর: কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী কমল সরকারের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোটকক্ষে ঢুকে কোথায় ভোট দিতে হবে তা দেখিয়ে দেন। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানালতৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ শহর সভাপতি কার্তিক চন্দ্র পাল অভিযোগ করেন, নিজের ভোট দেওয়ার পাশাপাশি স্ত্রীকে সাথে নিয়ে ভোটদান কক্ষে প্রবেশ করে স্ত্রীর ভোটও দিয়ে দেন তিনি। এটা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হচ্ছে। যদিও কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কমল সরকার বলেন, তিনি এভাবেই প্রতিটা ভোট দিয়ে এসেছেন। স্ত্রী তাকে বলে দেয় তিনি সেখানেই ভোটদান করেন। এই ঘটনা নিয়ে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জোর চর্চা শুরু হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here