তৃণমূলকে জঙ্গলমহলের মানুষ ভুলে গেছে: দিলীপ ঘোষ

আমাদের ভারত, হাওড়া, ২৩ নভেম্বর: তৃণমূলকে জঙ্গলমহলের মানুষ ভুলে গেছে। জঙ্গলমহলে তৃণমূল দলটা কি রকম আছে সেটা দেখতেই মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফর। সোমবার বাগনানে খুন হওয়া বিজেপি নেতা কিঙ্কর মাজির পরিবারের সঙ্গে দেখা করতে এসে এই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন তিনি বলেন, রাজ্যে স্পুটনিক ভ্যাকসিন ট্রায়ালের জন্য সাগর দত্ত হাসপাতালকে নির্বাচিত করা হলেও এখনও পর্যন্ত স্বেচ্ছাসেবকদের নামের তালিকা পাঠানো হয়নি। ফলে ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে রাজ্য সরকারের কতটা সদিচ্ছা আছে সেটা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। বামেদের ডাকা ধর্মঘট নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন নিজেদের অস্তিত্ব জানান দিতেই এই ধর্মঘট। যদিও এটা নিয়ে মানুষের কোনও মাথাব্যথা নেই বলেও দাবি করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, বামেদের এই দীর্ঘদিনের সংস্কৃতি থেকে মুক্তি পেতে চাইছে মানুষ। এরা যতদিন থাকবে ততদিন এই সংস্কৃতি থাকবে, তবে আগামী বিধানসভা নির্বাচনের পর এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে দাবি করেন দিলীপ ঘোষ।

প্রসঙ্গত দুর্গা পুজোর অষ্টমীর রাতে বাগনানের চন্দনাপাড়ায় নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন বিজেপি নেতা কিঙ্কর মাজি। পরে হাসপাতাল তাঁর মৃত্যু হয়। সোমবার মৃত বিজেপি নেতার পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়ার জন্য দিলীপ ঘোষ বাগনানে আসেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি শিবশঙ্কর বেজ, বিজেপি নেতা অনুপম মল্লিক সহ অন্যান্যরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here