স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ জুলাই: “বাংলায় যে সরকারটা আছে সেটা খুনী সন্ত্রাসের সরকার। ২০১৮ সাল থেকে রাজবংশী সম্প্রদায়ের বিজেপি নেতা ও প্রতিনিধিদের টার্গেট করে একের পর এক খুন করে চলেছে তৃণমূল কংগ্রেস। আমরা এর বদলা নেবই। যেভাবে বদলা নেওয়া দরকার সেভাবেই আমরা বদলা নেব”, হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনা নিয়ে সোমবার এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বরূপ রায় চৌধুরী।
এদিন বিধায়কের মৃত্যুর খবর পাওয়া মাত্রই হেমতাবাদে ছুটে আসেন বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বরূপ রায় চৌধুরী। তিনি মৃত বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের পরিবারের সাথে দেখা করে তাদের সমবেদনা জানানোর পাশাপাশি এই ঘটনাকে খুনের আখ্যা দিয়ে বলেন, পরিকল্পিতভাবে বিজেপি বিধায়ককে খুন করেছে তৃণমূল কংগ্রেস। আমরা প্রতিটি ঘটনার বদলা নেবই। আগামী দিনে এইসব খুনের ঘটনার প্রতিটি হিসেব কড়ায় গন্ডায় বুঝে নেবে বিজেপি এমনই হুমকি দিয়ে গেলেন বিশ্বরূপ রায় চৌধুরী।