আগামীর রাজনৈতিক রূপরেখা তৈরি ও অভিষেক ব্যানার্জির নির্দেশ রূপায়নে মন্ত্রী মানস ভুঁইয়ার উপস্থিতিতে মেদিনীপুরে ম্যারাথন বৈঠক তৃণমূলের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জুন: বৃহস্পতিবার মেদিনীপুরে তৃণমূল কার্যালয়ে দলের আগামী দিনের রাজনৈতিক রূপরেখা ও অভিষেক ব্যানার্জি যেসব নির্দেশ দিয়ে গেছেন সেসব রূপায়ন করতে ম্যারাথন বৈঠক হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভুইঁঞা, জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা কো- অর্ডিনেটর অজিত মাইতি, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ দলের বিধায়করা।

ঠিক হয়েছে ৪ জুন কেশিয়াড়ি নিয়ে বুথ সভাপতিদের সঙ্গে বৈঠক করা হবে। ঘাটাল, কেশপুর, ডেবরা, চন্দ্রকোনা রোড নিয়েও বৈঠক হবে। তৃণমূলের নব জোয়ার কর্মসূচিকে সামনে রেখে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে সামনে পেয়ে উজ্জীবিত দলের কো- অর্ডিনেটর থেকে সাংগঠনিক সভাপতি, বিধায়ক থেকে বুথ সভাপতি সকলেই।
শনিবার থেকে সোমবার এই ৩ দিন পশ্চিম মেদিনীপুর জেলায় ছিলেন অভিষেক ব্যানার্জি। শালবনি, ঘাটাল, সবংয়ে তিনি রাত্রিবাস করেন, অধিবেশন হয় দলের। বিধায়ক, জেলা সংগঠিনক সভাপতি, বুথ সভাপতি সকলের সঙ্গে কথা বলেন। তাদের অভাব, অভিযোগ বিষয়ে জানাতে চান।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here