৬ ডিসেম্বর ভাটপাড়া পুরসভায় অনাস্থা আনছে তৃণমূল

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ নভেম্বর: আগামী ৬ ডিসেম্বর ভাটপাড়া পুরসভায় অনাস্থা আনছে তৃণমূল। শুক্রবার এইকথা জানান রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আজ বিধানসভার লবিতে খাদ্যমন্ত্রী বলেন, অনাস্থা এনেই বিজেপি পুরসভার বোর্ড দখল করেছিল। পুরসভায় একবার অনাস্থা আনলে ৬ মাসের মধ্যে অনাস্থা আনাযায় না। তাঁর দাবি, এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর তাঁদের পক্ষে রয়েছে। আজই বিধানসভায় কিছু কাউন্সিলর এসে তাঁর সঙ্গে দেখা করেন। ধাপে ধাপে অনেকেই এসেছেন। কিন্তু, সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর পক্ষে থাকা সত্বেও পুরবোর্ড দখল করা যাচ্ছে না। তবে ছয় মাসের অনাস্থা শেষ হচ্ছে আগামী ৪ ডিসেম্বর। তার দুদিন পরে ৬ ডিসেম্বর ভাঁটপাড়া পুরসভায় অনাস্থা আনবে তৃণমূল। সেই অনাস্থায় বিজেপি নিশ্চিতভাবে হারবে বলে দাবি করেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, পুরসভার সিংহভাগ কাউন্সিলার বর্তমানে দলে ফিরে এসেছে। ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের কাছে আর কোনও রাস্তা নেই। এখন শুধু সময়ের অপেক্ষা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here