আমাদের ভারত, হুগলী, ৮ জুলাই: সিঙ্গুরে গৃহবধূ ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হল তৃণমূল নেতা। কিছুদিন আগেই অভিযোগ ওঠে, আমফানের ক্ষতিপূরণ পাইয়ে দেবার নাম করে ওই গৃহবধূকে ধর্ষণ করে ওই তৃণমূল নেতা বলে। সিঙ্গুরের বোড়াই পহলামপুর গ্ৰাম পঞ্চায়েতের মহম্মদপুর এলাকায় তৃণমূল নেতা রমেশ কোলের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। গত কাল রাতে রমেশ
কোলেকে গ্রেফতার করে সিঙ্গুর থানার পুলিশ। আজ তাকে চন্দনগর আদালতে তোলা হলে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশে দেন বিচারক।
যদিও রমেশ কোলের অভিযোগ, তাকে ফাঁসানো হয়েছে। ঘটনায় নির্যাতিতা গৃহবধূকে নিয়ে সিঙ্গুর থানা ঘেরাও করেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। দীর্ঘক্ষণ থানা ঘেরাও করে হুমকি দেওয়া হয় যাতে অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করা হয়।