দল বিরোধিতার কারণে চন্দ্রকোনায় শঙ্কর কাটা গ্রাম পঞ্চায়েতে বহিষ্কৃত তৃণমূল নেতা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: দল বিরোধী কার্যকলাপের জন্য শনিবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা তিন নম্বর চন্দ্রকোনা রোড ব্লকের ৬ নম্বর শঙ্কর কাটা গ্রাম পঞ্চায়েতের এক সক্রিয় তৃণমূল নেতা বাণীব্রত চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। ব্লক তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দলের ব্লক সভাপতি রাজীব ঘোষ বহিষ্কারের কথা ঘোষণা করেন। রাজীব ঘোষ বলেন, কেউ দল বিরোধী কাজ বা দুর্নীতি করলে তাকে দল কোনও ভাবে রেয়াত করবে না। দলের ঊর্দ্ধতন নেতৃত্বের নির্দেশ পাওয়ার পর বাণীব্রত চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগ, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ও গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা সহ দলের অন্যান্য নেতৃত্বকে অশালীন ভাষায় গালাগালি করা এবং তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয় বাণীব্রত। তাই অঞ্চল নেতৃত্বকে নিয়ে আলোচনা করে দল  তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে বাণীব্রত চৌধুরীর কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *