কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্টে গন্ডগোলের জেরে গ্রেপ্তার তৃণমূল নেতা গৌরহরি মাঝি

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্টের এইচআর ম্যানেজার সিদ্ধার্থ ঘোষকে হেনস্তা করার অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গৌরহরি মাঝি।

কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্টে গতকাল অস্থায়ী শ্রমিকদের একটি মিটিংয়ে গিয়ে থার্মাল পাওয়ার প্লান্টের সিকিউরিটি অফিসার এবং এক আধিকারিকের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়েন তৃণমূলের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা ও অন্যান্য নেতৃবৃন্দ। এই ঘটনায় থার্মাল পাওয়ার প্লান্টের এইচআর ম্যানেজার সিদ্ধার্থ ঘোষ আহত হন।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রাতে শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গৌরহরি মাঝিকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেফতার করা হয় এবং আজ তাঁকে তমলুক আদালতে তোলা হয়। তমলুক থানা থেকে তাকে কোর্টে তোলার আগে তমলুক জেলা হাসপাতালে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়। তমলুক মহকুমা আদালতের বিচারক ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here