জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকে বিজেপির বানানো রিপোর্ট বললেন তৃণমূল নেতা নির্মল ঘোষ

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১৮ জুলাই:
রাজ্যে ভোটের ফল বেরোনোর পর থেকে চলতে থাকা হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের দেওয়া রিপোর্টকে বিজেপির বানানো রিপোর্ট বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা নির্মল ঘোষ।

ব্যারাকপুরে এক রক্তদান শিবিরে অংশ গ্রহণ করে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশনের দেওয়া রিপোর্ট আসলে বিজেপি র তৈরী করা রিপোর্ট। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা এই রাজ্যে বিজেপির কাজ করতে ও বিজেপির কথা বলতে এসেছিল। বাংলার গর্ব রক্ষা করতে আসেনি। এরা প্রতক্ষ্য ভাবে বা পরোক্ষ ভাবে সবাই বিজেপির লোক। তাই ওনাদের দেওয়া রিপোর্ট বাংলার মানুষের দুঃখ দুর্দশার কথা উঠে আসেনি।”

নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রবিবার ২১ শে জুলাই শহীদ স্মরণে ব্যারাকপুর মনিরামপুর বিবি ঘোষ ষ্টিটে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এর পাশাপাশি নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের এলাকার অন্তর্গত নির্বাচনের সময় অংশগ্রহণকারী বুথ কর্মী ও সংগঠকদের সম্বর্ধনা জানানো হয়। এই দিনের অনুষ্ঠানে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধায়িক মঞ্জু বসু, নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি কাশীনাথ সাহা, কার্যকরী সভাপতি অভিজিৎ মজুমদার, নোয়াপাড়া শহর ১ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি গোপাল মজুমদার, সমাজসেবী তপব্রত মুখোপাধ্যায়, রিকি সিং সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা রক্ত দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *