বিজেপিকে ঠেকাতে বেলঘরিয়ায় মহা যজ্ঞের আয়োজন তৃণমূল নেতার, যজ্ঞে বসলেন সাংসদ সৌগত রায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ ডিসেম্বর: বাংলায় ‘বহিরাগত বিজেপি’কে ঠেকাতে বেলঘরিয়ার দেশপ্রিয় নগরে মহা যজ্ঞের আয়োজন কমারহাটি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য বিমল সাহার। প্রায় ১ কুইন্টাল বেলকাঠ দিয়ে শুরু হল মহাযজ্ঞ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের স্থায়ীত্ব ও বেসুরো তৃণমূল নেতাদের যাতে শুভ বুদ্ধির উদয় হয় একই সঙ্গে বঙ্গে বিজেপি যাতে কোনও ভাবেই পা রাখতে না পারে সেই কারনে কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের শনি ও মা কালী মন্দির প্রাঙ্গণে এই মহা যজ্ঞের আয়োজন করা হয়। যজ্ঞ চলবে প্রায় ১০ ঘণ্টা ধরে। এদিন দুপুরে এই মহাযজ্ঞের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে পুজোয় বসেন দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায়।

মহা যজ্ঞের উদ্যোক্তা তৃণমূল নেতা পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য বিমল সাহা বলেন, “গুজরাট, বিহার, উত্তর প্রদেশের লোকজন এসে বাংলা চালাবে, তা হতে দেব না। বহিরাগত বিজেপিকে ঠেকাতে, দলের বেসুরোদের যাতে শুভ বুদ্ধির উদয় হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের স্থায়িত্ব কামনা করে এই মহা যজ্ঞের আয়োজন করা হয়েছে। এক কুইন্টাল বেল কাঠ সহযোগে এই মহাযজ্ঞ চলবে রাত ৯ টা পর্যন্ত।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here