“তৃণমূলের নেতা মন্ত্রীরাই জড়িত,” রাজ্যের নিয়োগ দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর জবাব দাবি করে সংসদ চত্বরে বিক্ষোভ সুকান্ত, দিলীপ, লকেটদের

আমাদের ভারত, ১৬ মার্চ: এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের আঁচ এবার সংসদে। বৃহস্পতিবার সংসদ ভবনে গান্ধী মূর্তির পাদদেশ বিক্ষোভ দেখালেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লোকের চট্টোপাধ্যায়রা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব দাবি করেছেন তারা।

রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতিতে জর্জরিত শাসক দল সরকারের একাধিক নেতা মন্ত্রী গ্রেপ্তার হয়েছে তদন্তকারী সংস্থার হাতে। এবার বাঙলার সেই দুর্নীতির আঁচ পড়লো সংসদেও। বৃহস্পতিবার একদিকে যখন আদানি ইস্যুতে বিরোধীরা সুর চড়াতে তৎপর, ঠিক সেই সময় গান্ধমূর্তির পাদদেশে বাংলার বিজেপি সাংসদরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন। প্ল্যাকার্ড জুড়ে নিয়োগ দুর্নীতির স্লোগান লেখা ছিল।

নিয়োগ দুর্নীতিতে একাধিক নেতা-মন্ত্রীরা জড়িত রয়েছেন। শাসক দলের মদতেই যে দুর্নীতি হয়েছে তা স্পষ্ট হয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব দাবি করেছেন বিজেপি সাংসদরা। তারা দাবি জানিয়েছেন, কেন যোগ্যদের অধিকার ক্ষুন্ন করে এভাবে অযোগ্যদের চাকরি দেওয়া হল? তার জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে বলে দাবি করেছেন বিজেপি সাংসদরা। এই নিয়ে দিল্লির সংসদ ভবনে স্লোগান তুলেছেন তারা।

তদন্ত যত এগোচ্ছে তাতে কোটি কোটি টাকা লেনদেন প্রকাশ্যে আসতে শুরু করেছে। এখনো পর্যন্ত ইডি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ১১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় থেকে শুরু করে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও কোটি কোটি টাকার সম্পত্তির কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতির টাকা প্রমোটিং থেকে শুরু করে টালিগঞ্জে খেটেছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

শুধু সিনেমা, হোটেল, রেস্তোরাঁয় নিয়োগ দুর্নীতির টাকা খেটেছে তাই নয়, ভিন্ন রাজ্যেও গেছে এই টাকা। চা বাগান থেকে শুরু করে হোটেল, রিসোর্টে ব্যবহার হয়েছে এই নিয়োগ দুর্নীতি টাকা। এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের হাতে। ইতিমধ্যেই শহরের কয়েকটি অভিজাত হোটেলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। সেখানে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়রা একাধিক বৈঠক করেছেন বলে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *