তৃণমূল দুর্গতদের সাহায্যের টাকা মেরে গাড়ি বাড়ি করছে

আশিস মণ্ডল, রামপুরহাট, ২৫ নভেম্বর: “আম্ফানে দুর্গতদের জন্য মোদী টাকা পাঠাচ্ছেন। সেই টাকা ঝেড়ে তৃণমূল নেতারা গাড়ি-বাড়ি করছে। ফুটানি মারছে। আমি বলে দিচ্ছি শুনে রাখুন। মে মাসের পরে এই সমস্ত নেতাদের ওই তিন তলা বাড়িতে থাকতে দেবো না। ওই বাড়ির ভাত খেতে দেবো না। সবকে হয় লোকাল জেলে কিংবা দমদম সেন্ট্রাল জেলে না হলে ভুবনেশ্বরে জগন্নাথ দেখতে পাঠিয়ে দেবো। আজ সিউড়ির চাঁদমারি মাঠের জনসভায় এভাবেই তৃণমূল নেতাদের সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েতের নেতারা এই জেলার জেলে থাকবে। যারা জেলাস্তরের নেতা এবং বিধায়ক তারা সেন্ট্রাল জেলে থাকবে। আর সাংসদ হলে ভুবনেশ্বরের কটকে জগন্নাথ দর্শন করতে পাঠিয়ে দেবো। কাউকে ছাড়া হবে না। ক’টা পুলিশ নিয়ে আমাকে ভয় দেখানো হচ্ছে। পুরো বীরভূম জেলাকে বোমা বারুদের কারখানা করে রাখা হয়েছে। রাজ্যের সংখ্যালঘু মানুষরা আজকে দলে দলে বিজেপিতে আসছে। বিজেপি তাদের প্রকৃত উন্নয়ন করেছে। আমি বলে দিচ্ছি বিজেপি ক্ষমতায় এলে আপনারা সব থেকে বেশি উপকৃত হবেন। সম্মানের সঙ্গে থাকবেন। কেউ আপনাদের দিকে ট্যারা চোখে তাকাতে পারবে না। যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে দেখে আসুন। গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের মুসলিমরা কত ভালো আছে”।

এদিনের সভায় বক্তব্য রাখেন সাংসদ তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, সাংসদ সুভাষ সরকার, দলের বীরভূম জেলা সভাপতি শামাপদ মণ্ডল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here