রাজ্যপাল জগদীপ ধনকের বিরুদ্ধে বিধানসভায় ধর্নায় বসলেন তৃণমূল বিধায়করা

নীল বনিক, আমাদের ভারত, ১০ ডিসেম্বর: রাজ্যপালের সমালোচনা করার পর এবার তাঁর বিরুদ্ধে ধর্নায় বসলেন তৃণমূল বিধায়করা। মঙ্গলবার রাজ্যের শাসক দলের বিধায়করা বিধানসভার বাইরে আম্বেদকরের মূর্তির নিচে বিক্ষোভ দেখান।

তৃণমূল কংগ্রেসের বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ বলেন, রাজ্যপাল বিজেপির কথায় বিধানসভায় বিলপাশ করাতে দিচ্ছেন না। চালকি করে রাজ্যপাল জগদীপ ধনকর এসসি, এসটি বিল বিধানসভায় পাশ করাতে দিচ্ছেন না। বিলটি আটকে থাকায় রাজ্যের তপশিলী মানুষের ক্ষতি হচ্ছে বলে জানান নির্মল ঘোষ। রাজ্যের সাধারন তপশিলী মানুষের দুর্দশার কথা মাথায় রেখে বিধানসভায় তৃণমূল বিধায়করা বিক্ষোভে বসেছেন বলে জানান তিনি। বিধানসভা শেষ হয়ে গেলে আর বিলটি পাশ করানো যাবে না। তাতে রাজ্যপালের কিছু যাবেআসবে না। কিন্তুু অসুবিধে হবে রাজ্যের সাধারণ তপশিলী মানুষের। তাই অবিলম্বে বিলটিকে ছাড়ার জন্য তৃণমূল বিধায়করা ধর্না চালাচ্ছেন বলে জানান নির্মল ঘোষ। যদি রাজ্যপাল বিলটি না ছাড়েন তাহলে রাজ্যপাল জগদীপ ধনকরকে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন ধর্নায় বসা তৃণমূল বিধায়করা।
একই দাবিতে দিল্লিতেও বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here