বিজেপিতে যোগদান করছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক, গণইস্তফার সিদ্ধান্ত পদ্মশিবিরে

আমাদের ভারত, নদিয়া, ২০ জানুয়ারি: বিজেপিতে যোগদান করছেন শান্তিপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। খবর ছড়িয়ে পড়তেই গণইস্তফা দেওয়ার সিদ্ধান্ত শান্তিপুর বিজেপি সংগঠনের সদস্যদের।

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই শান্তিপুরের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলছিল। জল্পনা আরও বাড়ে দুদিন আগে তিনি দিল্লিতে যান। সূত্রের খবর, আজ দিল্লির নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করবেন তিনি।

উল্লেখ্য, গত বিধানসভা ভোটে কংগ্রেস এবং বামেদের জোটে শান্তিপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দে’কে পরাজিত করে জয়ী হন তিনি। এর পরেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সূত্রের খবর, তিনি যোগদান করছেন খবর পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন শান্তিপুরের বিজেপির নেতা কর্মীরা। বিধায়ক বিজেপিতে যোগ দিলে আগামীকাল জেলা বিজেপির দলীয় কার্যালয়ে শান্তিপুর সংগঠনের নেতাকর্মীরা ইস্তফা দিতে পারেন বলে জানা যায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here