আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৮ নভেম্বর: স্বাস্থ্যসাথী প্রকল্পে কি ভাবে উত্তর ২৪ পরগনার নাগরিকরা আওতাভুক্ত হবেন, তা নিয়ে দলের নির্দেশে সাংবাদিক বৈঠক করলেন উত্তর ২৪ পরগনা জেলার দ্বায়িত্ব প্রাপ্ত প্রবক্তা মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে সকলেই সুবিধা পাবেন। উত্তর ২৪ পরগনার নাগরিকরা কিভাবে সহজে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত হতে পারে, স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে কিভাবে বিনা ব্যয়ে নাগরিকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বীমার আওতায় আসতে পারেন, তা নিয়ে শনিবার দুপুরে বারাসাত জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জেলার দ্বায়িত্বপ্রাপ্ত প্রবক্তা মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ এবং বারাসাত পৌরসভার পৌরপ্রশাসক সুনীল মুখোপাধ্যায়।
তিনি বলেন, যে কোনও পরিবারের মহিলাদের নামে এই কার্ড হবে, যায় ফলে মহিলারা এই কার্ডের মাধ্যমে তাদের বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির প্রত্যেক নাগরিকের ক্ষেত্রে স্বাস্থ্য সাথী প্রকল্পে চিকিৎসা বীমার সুযোগ পাবেন।