আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা ১৪ জানুয়ারি: “করোনার থেকে ভয়ংকর কে জানেন? করোনার থেকে ভয়ংকর বিজেপি। একটু চোখ কান খোলা রাখবেন, নিজেরাই বুঝতে পারবেন। বিজেপি বাংলার কৃষ্টি, সৃষ্টি, কালচার জানে না। ওরা শুধু টাকা চেনে। ভিন রাজ্য থেকে ওদের নেতারা মাসে ২ দিনের জন্য আসছে, চলে যাচ্ছে। ওদের কিন্তু পরে পাশে পাবেন না। একবার আমাদের দিদির দিকে তাকিয়ে দেখুন সব সময় আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ওদের শুধু টাকা আছে। টাকা দিয়ে মানুষের মন জেতা যায় না। তাই আপনারা চোখ কান খোলা রাখবেন, নিজেরাই বুঝতে পারবেন কি করতে হবে?” উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে একথা বললেন সাংসদ নুসরত জাহান। তিনি এদিন দেগঙ্গা এলাকার বাসিন্দাদের হাতে শীত বস্ত্র তুলে দেন।