গাছের গুঁড়ি ফেলে ভারতী ঘোষের মিছিল আটকানোয় তৃণমূলের পার্টি অফিস ভাঙ্গচুর, আক্রান্ত সংবাদমাধ্যম

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ নভেম্বর: ভারতী ঘোষের নেতৃত্বে বিজেপির মহামিছিল আটকাতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। উত্তেজিত বিজেপির কর্মীরা তৃণমূলের পার্টি অফিস ভাঙ্গচুর করে। তৃণমূলের পার্টি অফিস ভাঙ্গচুরের ছবি করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। এইঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ভগবানপুরে।

রবিবার ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে ভগবানপুর ২ নং ব্লকের মাধাখালি থেকে উদবাদাল পর্যন্ত কয়েক হাজার বাইক সহ মহামিছিল হয়। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তীর নেতৃত্বে মাধাখালির মহামিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভানেত্রী তথা প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ, রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাত সহ একাধিক রাজ্য ও জেলা নেতৃত্ব।

তৃণমূলের ঘাঁটি শাসকদলের গড়ে বিজেপির দাপট! ভারতী ঘোষের মহামিছিলে অসংখ্য মানুষের উপস্থিতি ভগবানপুর ২ নং ব্লকে তৃণমূলের ভীত নাড়িয়ে দেয় বলে অভিমত বিজেপির। বিজেপি নেতৃত্বের বক্তব্য যেখানে বিজেপির পতাকা তুলতে গিয়ে কর্মীরা আক্রান্ত হয়, যেখানে বিজেপির পতাকা পোড়ানোর মতো অভিযোগ রয়েছে, এমনকি যে এলাকায় বিজেপির কর্মী সমর্থকরা অনেকেই আতঙ্কে ঘরছাড়া, সেখানে বিজেপির মহামিছিলে হাজার হাজার মানুষের উপস্থিতি তৃণমূলকে একপ্রকার কোনঠাসা করতে চলেছে। তৃণমূলের অত্যাচার এবং বোমা, গুলির আতঙ্কে একপ্রকার মানুষ আতঙ্কিত। সেখানে বিজেপির এমন বাইক মিছিল দেখে বিস্মিত এলাকাবাসীও। এই বাইক মিছিল কে আটকাতে তৃণমূলের সমর্থকরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে। এরপরই উত্তেজিত বিজেপি কর্মীরা তৃণমূলের পার্টি অফিস ভাঙ্গচুর করে। বিজেপি কর্মীদের এই তৃণমূলের পার্টি অফিস ভাঙ্গচুরের ছবি তুলতে গেলে নিগৃহীত হন সাংবাদিকরা। রীতিমতো মারধর করা হয় কর্মরত সাংবাদিকদের। এই ঘটনায় আক্রান্ত একজন সাংবাদিকের আঘাত গুরুতর।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here