কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ঝাড়গ্রামে মিছিল তৃণমূলের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৯ জানুয়ারি: আজ বর্ধমানে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কৃষি আইনের সমর্থনে মিছিল করছেন। আর সেখানে ঠিক উল্টো চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে। শনিবার কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মিছিল করল রাজ্যের শাসকদল তৃণমূল। এদিন সাঁকরাইল ব্লকের রোহিনী অঞ্চলে ধোবাশোল থেকে ঠেঙ্গামারা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার ধিক্কার মিছিল করল সাঁকরাইল ব্লক তৃণমূলের নেতা কর্মীরা। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি কমল কান্ত রাউৎ, যুব সভাপতি পিন্টু মাহাত, ঝাড়গ্রামে জেলা কমিটির সদস্য ভাগবত মান্না, কাঞ্চন মাইতি, দীপক বেরা, মোনালিসা মাহাত সহ গুরুত্বপূর্ণ নেতৃত্ব।

এদিন সাঁকরাইল ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি কমল কান্ত রাউৎ বলেন, এলাকার মানুষদের জিজ্ঞেস করুন একটা ছোট বাচ্চাও বলে দেবে রাজ্য সরকারের কি কি প্রকল্প আছে আর বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন ওরা একটার নামও বলতে পারবে না। ওরা কি বলবেন জানেন বলবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম ওরা শুধু ভাওতাবাজি দিতে জানে। আর বিজেপির রাজ্য সভাপতি আছে দিলীপ ঘোষ যিনি আবার গরুর দুধ দিয়ে সোনা বার করেন। তিনি কী সেই দুধ দিয়ে সোনার বাংলা গড়বেন। আর আমাদের দল থেকে একটি গদ্দার শুভেন্দু অধিকারী বেরিয়ে গিয়ে বলছে তৃণমূলের সব নেতা চোর শুভেন্দু অধিকারীর বাবা পূর্ব মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতি। তাহলে কি তার বাবাও চোর? শুভেন্দুর কথামতো শিশির অধিকারী যদি চোর হয় তাহলে শুভেন্দু অধিকারী হচ্ছে ডাকাত। ওই ডাকাতের হাত থেকে সাবধান থাকবেন। আর ওই ডাকাত যদি এই এলাকায় ঢোকে তাহলে ওকে হাতি তাড়ানোর জন্য যে হুল্লা ব্যবহার করি সেই হুল্লা দিয়ে ওনাকে তাড়িয়ে দিতে হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here