
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি: আগামী ৪ঠা ফেব্রুয়ারি কেশপুর ব্লকের আনন্দপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির জনসভার সমর্থনে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস, শহর মহিলা তৃণমূল কংগ্রেস এবং ৫ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি মেদিনীপুর স্টেশন থেকে শুরু হয়ে ফ্লাইওভার রোড পরিক্রমা করে স্থানীয় মহুয়া সিনেমার চকে শেষ হয় এবং সেখানে একটি পথসভার আয়োজন করা হয়।
এই মিছিল এবং পথসভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মাল্য চক্রবর্তী, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, মহিলা সভানেত্রী মৌ রায়, কাউন্সিলর লিপি বিষুয়, সত্য পড়িয়া, মোজাম্মেল হোসেন, সরকারি আইনজীবী সুকুমার পড়িয়া, চন্ডি হাজরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে প্রায় হাজার খানেক কর্মী সমর্থক সামিল হয়। পথসভায় উপস্থিত প্রত্যেক বক্তাই অভিষেক ব্যানার্জির জনসভা সফল করার আহ্বান জানান।